নিজস্ব সংবাদদাতা: বিতর্কিত মন্তব্যের জন্য বারবার সমালোচনার শীর্ষে উঠে এসেছেন জাভেদ আখতার। প্রবীণ এই গীতিকারকে আবারও 'দেশদ্রোহী' কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে।
সম্প্রতি সমাজ মাধ্যমে এক নেটিজেন, তাকে উদ্দেশ্য করে কটূ কথা বলেছিলেন। তার উত্তরে জাভেদ আখতার লিখেছেন, "আপনি সম্পূর্ণ অজ্ঞ নাকি সম্পূর্ণ বোকা তা নির্ধারণ করা কঠিন।
১৮৫৭ সাল থেকে আমার পরিবার স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত এবং তারা যখন শাস্তি পেয়ে কালাপানির সাজা ভোগ করছিলেন, তখন সম্ভবত আপনার বাপ দাদারা ইংরেজ সরকারের বুট চাটছিল।"