নিজস্ব সংবাদদাতাঃ সোমবার জাপানের পূর্বাঞ্চলের ইজু, ওগাসাওয়ারা দ্বীপ এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
সূত্রে খবর, ইতিমধ্যে কয়েকটি দ্বীপ এলাকায় সুনামি আঘাত হেনেছে, যেখানে ৬০ সেন্টিমিটার (২৪ ইঞ্চি) উচ্চতার ঢেউয়ের খবর পাওয়া গেছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ২৫ মিনিটে তোরিশিমা দ্বীপের কাছে ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ওই এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুমান করেছে।
টোকিও থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দক্ষিণে অবস্থিত ইজু দ্বীপপুঞ্জ এলাকায় বৃহস্পতিবার ভূমিকম্পজনিত সুনামি সতর্কতা জারি করা হয়েছে।