হরিয়ানা, জম্মু-কাশ্মীরে ভোট গণনা আজ, কিংমেকার কে? শেষ হাসি হাসবে কারা? নজর সবার

হরিয়ানা, জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ।

author-image
Aniruddha Chakraborty
New Update
womanvote

file pic

নিজস্ব সংবাদদাতাঃ সদ্য সমাপ্ত হরিয়ানা ও জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে আজ। বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত দুই জায়গাতেই বিজেপি হারের সম্মুখীন হতে পারে। দুই রাজ্যেই বিজেপির জন্যে বড় পরীক্ষা। হরিয়ানায় টানা ১০ বছর সরকার চালিয়েছে তারা। তবে কৃষক আন্দোলন এবং কুস্তিগিরদের আন্দোলনের জেরে সেখানে অস্বস্তিতে শাসকদল। এদিকে জম্মু ও কাশ্মীরে এবারে বিধানসভা ভোট হয়েছে দীর্ঘ এক দশক পর। আজ সকাল ৮টা থেকে হবে ভোট গণনা। নিরাপত্তায় মোড়া হয়েছে জম্মু-কাশ্মীর ও হরিয়ানা। 

এবার হরিয়ানায় বিজেপি এবং কংগ্রেসের মধ্যে লড়াইয়ে কিংমেকারের ভূমিকায় অবতীর্ণ হতে পারে দুষ্মন্ত চৌটালার জননায়ক জনতা পার্টি (জেপিপি), আম আদমি পার্টি (আপ) এবং ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি)। আইএনএলডি থেকে বেরিয়ে এসে বিজেপির সঙ্গে ২০১৯ সালে হাত মিলিয়েছিল জেপিপি। আইএনএলডির নেতৃত্বে আছেন চারবারের মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালা।

২০১৯ সালে হরিয়ানায় কী ফলাফল হয়েছিল?

এর আগে ২০১৯ সালে হরিয়ানায় ৪০টি আসনে জিতেছিল বিজেপি। যা একক সংখ্যাগরিষ্ঠতার থেকে কম। হরিয়ানায় মোট বিধানসভা আসনের সংখ্যা হল ৯০। আর ম্যাজিক ফিগার হল ৪৬। কংগ্রেস জিতেছিল ৩১টি আসনে। জননায়ক জনতা পার্টি (জেপিপি) জিতেছিল ১০টি আসনে।

জম্মু-কাশ্মীরে উল্লেখযোগ্য প্রার্থী কারা?

এবরে জম্মু-কাশ্মীরে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছে ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ওমর এ বার লড়ছেন দু’টি কেন্দ্র থেকে। ওমর ছাড়াও জম্মু ও কাশ্মীরের রাজ্য বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না, প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাড়রা, জম্মু ও কাশ্মীর আপনি পার্টির প্রধান আলতাফ বুখারির দিকে নজর থাকবে। 

হরিয়ানায় উল্লেখযোগ্য প্রার্থী কারা?

হরিয়ানায় এবারের ভোটে ৯০টি আসনের জন্যে মোট প্রার্থী সংখ্যা ১০৩১। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন - বিজেপি মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি (লডওয়া থেকে প্রার্থী হয়েছেন), কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা ভূপেন্দ্র সিংহ হুডা (প্রার্থী হয়েছেন গারহি সাম্পলা-কিলোই থেকে), জেজেপি নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা (প্রার্থী হয়েছেন উচানা কালান থেকে)। কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছেন অলিম্পিকে ফাইনালে ওঠা ভিনেশ ফোগটও।