নিজস্ব সংবাদদাতা: তিনি ছিলেন এরাজ্যের প্রাক্তন রাজ্যপাল। তাঁর সময়কালেই বোঝা গিয়েছিল যে বিজেপি সরকার, সর্বপরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ তিনি। আর তাঁর সেই প্রশংসার জেরে রাজ্য-রাজ্যপাল সংঘাত শুরু হয়েছিল তখন থেকেই।
ঠিকই ধরেছেন কথা বলছি প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের। এই মুহুর্তে জাতীয় রাজনীতি তোলপাড় একটি বিষয় নিয়ে। মোদির নয়া নীতি ‘এক দেশ এক আইন’ বা ইউনিফর্ম সিভিল কোড; এই বিষয়টি নিয়ে বারবার সরব হচ্ছেন বিরোধীরা।
তবে তার ভূয়সী প্রশংসা করলেন বর্তমান উপরাষ্ট্রপতি। আইআইটি গুয়াহাটির এক অনুষ্ঠানে গিয়ে ইউনিফর্ম সিভিল কোড-এর পক্ষে মন্তব্য করলেন জগদীপ ধনখড়। তিনি বললেন, ‘ভারত এবং এর জাতীয়তাবাদকে আরও কার্যকরভাবে আবদ্ধ করবে এই ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নে আর কোনো বিলম্ব হলে তা আমাদের মূল্যবোধের ক্ষতি করবে’; বলে এমনটায় মনে করছেন তিনি।