নিজস্ব সংবাদদাতাঃ মেট্রোর কাজে ফাটল ধরেছিল বাড়িতে। অগত্যা বাড়ি ঘর সব ছাড়তে হয়েছিল তাদের। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজে ২০১৯ সাল এবং ২০২২ সালে দুবার অর্থাৎ মোট তিনবার ফাটল দেখা দিয়েছিল। আংশিক এবং সম্পূর্ণ মিলিয়ে প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। দুর্গাপিতুরি লেন, স্যাঁকরা পাড়া লেন-সহ একাধিক এলাকায় বহু মানুষ তাদের বাড়িঘর ছেড়ে বেড়িয়ে আসতে বাধ্য হয়েছিলেন। তবে এখন সব মোটামুটি স্বাভাবিক হওয়াতে ফের একবার তারা বাড়ি ফিরতে পারছেন।
সূত্র মারফত জানা গিয়েছিল যে, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড বা কেএমআরসিএল (KMRCL) জানিয়েছিল যে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি তারা মেরামত করে দেবে এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ি নতুন করে তৈরি করে দেবে। সেই মত ৬বি দুর্গাপিতুরি লেনের ক্ষতিগ্রস্ত বাড়ি ঠিক করে হস্তান্তরও করা হয়েছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, দু’টি বাড়ির ৭০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। বাড়ির মালিকদের খুব তাড়াতাড়ি বাড়িগুলি হস্তান্তরিত করা হবে।