নিজস্ব সংবাদদাতা: আজই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসার কথা রয়েছে ইসরোর প্রতিনিধি দলের। র্যাগিং রুখতে ইসরো থেকে প্রযুক্তিগত সাহায্য নিয়ে মূলত আলোচনা করতেই এই প্রতিনিধি দলের এই সফর।
যা জানা যাচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস কথা বলেছিলেন ইসরোর চেয়ারম্যানের সঙ্গে। ভিডিও অ্যানালেটিক্স, টার্গেট ফিক্সিং, রেডিও ফ্রিকোয়েন্সির মত বিষয়গুলি আদৌ কার্যকরী হবে কিনা, সেই বিষয়টি দেখা হবে বলে জানা যাচ্ছে। এদিন ক্যাম্পাস পরিদর্শনের পর তারা হস্টেলেও যেতে পারেন। কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা রয়েছে তাঁদের।