এই মুহুর্তের গুরুত্বপূর্ণ খবর, আসছে ইসরো থেকে

সোশ্যাল মিডিয়ায় শুক্রবার সকালে এই খবর জানিয়েছে ভারতের মহাকাশ সংস্থা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ISRO SUN.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সাফল্যর আরও একধাপ কাছে পৌঁছলো ইসরো। সূর্যের আরও কাছে ভারত! চতুর্থ কক্ষপথ পরিবর্তন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করল ভারতের তৈরি আদিত্য-এল-১। সোশ্যাল মিডিয়ায় শুক্রবার সকালে সেই খবর জানিয়েছে ভারতের মহাকাশ সংস্থা।

সোশ্যাল মিডিয়ায় ইসরো জানিয়েছে, Aditya L-1 সঠিক পথেই এগোচ্ছে। নতুন অর্বিটে পৌঁছে গিয়েছে সেটি। এক এক করে আদিত্য এল ওয়ান কক্ষপথ পরিবর্তন করবে। সেই মতো আগামী ১৯ সেপ্টেম্বর ২টোর সময় আরও একধাপ অর্বিটের পথে এগিয়ে যাবে বলে জানাচ্ছে ইসরো। সেই সাফল্যের দিকেই এখন তাকিয়ে গোটা দেশ।