কি অবস্থা! ইসরোতে ‘ভুয়ো’ বিজ্ঞানী?

সুরাট ক্রাইম ব্রাঞ্চ মিতুল ত্রিবেদী নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। যার কাছ থেকে ইসরো নামাঙ্কিত চিঠি পাওয়া গিয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-gif-maker (13) (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ইসরো সবে চাঁদে পা রেখেছে। আর সূর্যের দিকে সবে যাত্রা শুরু করবে। আর এই সবের মধ্যে কিনা ইসরো-তে ভুয়ো বিজ্ঞানীর যোগ? ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইসরোতে।

যা জানা যাচ্ছে, গতকাল পুলিশের সুরাট ক্রাইম ব্রাঞ্চ মিতুল ত্রিবেদী নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। যিনি ISRO-তে একজন বিজ্ঞানী হওয়ার মিথ্যা দাবি করেছিলেন এবং এর জন্য জাল নথিও তৈরি করেছিলেন। পুলিশের হাতে গ্রেফতার হতেই নিজের দোষ স্বীকার করেছে সে।

এই বিষয়ে সুরাটের অতিরিক্ত পুলিশ কমিশনার শরদ সিংগাল জানিয়েছেন, “ক্রাইম ব্রাঞ্চ ISRO-এর সাথে যোগাযোগ করেছিল এবং ISRO থেকে প্রাথমিক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল যে চিঠিটি জাল এবং তাদের দ্বারা এই ধরনের কোনও নির্দেশিকা জারি করা হয়নি। তারা আরও বলেছিল যে তারা কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে বিস্তারিত জবাব দেবে”।

 

গতকাল, ক্রাইম ব্রাঞ্চ মিতুল ত্রিবেদীকে তার চকবাজার অফিসে ডেকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে। তারপরই সে নিজ মুখে সবটা স্বীকার করে নেয়। অভিযুক্ত জানিয়েছে, সে নিজেই এরকম ইসরোর নামকরা চিঠির খসড়া তৈরি করেছিল। কারণ সে টিউশন পড়ায়। আর এরকম চিঠি দেখালে আরও পড়ুয়া পাবে, সেই জন্যেই ইসরো নামাঙ্কিত চিঠি তৈরি করেছিল। অভিযুক্তের বিরুদ্ধে IPC-এর ৪৬৫, ৪৬৮, ৪৭১ এবং ৪১৯ ধারা অনুসারে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এসওজি এই মামলার তদন্ত শুরু করেছে।