নিজস্ব সংবাদদাতাঃ অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডের অভ্যন্তরে হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের অভিযান সম্প্রসারণের সময় মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে যুদ্ধ অভিযানের সময় দুই ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, 'উত্তর গাজায় সংঘর্ষে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে।'
জানা গিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি সৈন্য ও হামাস জঙ্গিরা 'প্রচণ্ড লড়াইয়ে' লিপ্ত হওয়ার দিনে গাজায় ক্রমবর্ধমান রক্তপাত এবং ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক সতর্কতা বৃদ্ধির পর ইসরায়েলিদের মৃত্যুর ঘটনা ঘটলো।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত ৮ হাজার ৫২৫ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৩ হাজার ৫০০ শিশুও রয়েছে।