গাজায় ভয়াবহ বিমান হামলা-রক্ত, ছড়িয়ে ছিটিয়ে দেহ! মৃত ১১ জন

গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল।

author-image
Aniruddha Chakraborty
New Update
জকজবন

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার জানা গিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া একটি স্কুলও ভবনে বিধ্বস্ত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা উম্মে আল-ফাহম স্কুল নামে পরিচিত একটি কম্পাউন্ডে অবস্থিত কমান্ড সেন্টার থেকে পরিচালিত হামাস জঙ্গিদের ওপর হামলা চালিয়েছে। সামরিক উদ্দেশ্যে বেসামরিক স্থাপনা ও জনগণকে কাজে লাগানোর জন্য হামাসের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যা হামাস অস্বীকার করেছে।

অপর এক হামলায় গাজা সিটির একটি বাড়িতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। গাজা উপত্যকার মধ্য ও দক্ষিণাঞ্চলের নুসেইরাত ও খান ইউনিসে তিনটি পৃথক বিমান হামলায় আরও চারজন নিহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও হামাস জানিয়েছে, ইসরায়েলি বাহিনী মিশর সীমান্তের কাছে রাফাহ এবং গাজা সিটির শহরতলী জেইতুনে অভিযান চালিয়ে গেছে।

রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বাহিনী 'বহুমুখী যুদ্ধে' লড়াই চালিয়ে যাচ্ছে এবং ইসরায়েলি ও বিদেশি জিম্মিদের দেশে ফিরিয়ে আনতে এবং হামাসকে 'ধ্বংস' করতে গাজায় অভিযান চালাচ্ছে।

এতে বলা হয়, সেনারা মধ্য গাজার আবাসিক ভবন ও বেসামরিক স্থানের কাছে প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ রুট আবিষ্কার ও ভেঙে ফেলেছে।