নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে,, সোমবার বৈরুতের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। লেবাননের রাজধানীর কোলা জেলার একটি অ্যাপার্টমেন্ট ভবনের উপরের তলায় এই হামলা চালানো হয়। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, অন্তত দু'জন নিহত হয়েছেন।
এই বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
লেবাননে হিজবুল্লাহ মিলিশিয়া এবং ইয়েমেনে হুথি মিলিশিয়াদের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার ফলে মধ্যপ্রাচ্যের লড়াই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং ইরান ও ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রে আকৃষ্ট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে হিজবুল্লাহ নেতাকে হত্যার পর রবিবার ইয়েমেনের হুথি মিলিশিয়া বাহিনী এবং লেবাননজুড়ে কয়েক ডজন হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল।
হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইয়েমেনের হোদেইদাহ বন্দরে বিমান হামলায় অন্তত চারজন নিহত ও ২৯ জন আহত হয়েছে।
লেবাননে রবিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই সপ্তাহে এক হাজারেরও বেশি লেবানিজ নিহত ও ছয় হাজার আহত হয়েছে। দেশটির সরকার বলছে, ১০ লাখ মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার এক পঞ্চমাংশ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে।