নিজস্ব সংবাদদাতাঃ লেবানন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের জবাবে মধ্য ইসরায়েলজুড়ে সাইরেন বাজানোর পর সোমবার লাখ লাখ ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে ছুটে যান বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
এর কিছুক্ষণ পরেই সামরিক বাহিনী জানায়, তিনটি প্রজেক্টাইল লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছে এবং সবগুলোই বাধা দেওয়া হয়েছে। যে লঞ্চার থেকে প্রজেক্টাইল ছোঁড়া হয়েছিল, সেই লঞ্চারে আঘাত হেনেছে ইসরায়েলি যুদ্ধবিমান। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।