নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় বামিয়ান প্রদেশে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবার স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় তিন স্প্যানিশ পর্যটক নিহত ও অন্তত একজন স্পেনীয় আহত হয়েছেন।
তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানিয়ে জানিয়েছেন, বন্দুকধারীদের ওপর হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই হামলায় তিন বিদেশি পর্যটক ছাড়াও এক আফগান নাগরিক নিহত হয়েছেন। এছাড়া চার বিদেশি ও তিনজন আফগান নাগরিক আহত হয়েছেন।