নিজস্ব সংবাদদাতাঃ ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক জিহাদ বুধবার গাজার একটি হাসপাতালে হামলার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর অভিযোগকে 'মিথ্যা' বলে বর্ণনা করেছে। ইসরায়েলি বোমা হামলায় আহত ও বাস্তুচ্যুতদের আশ্রয় দানকারী একটি হাসপাতাল প্রাঙ্গণে বিমান হামলায় অন্তত ২০০ জন নিহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে যে মধ্য গাজার আহিল আরব হাসপাতালে হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে, তবে ইসরায়েলের সামরিক বাহিনী ইসলামিক জিহাদের ছোঁড়া রকেটটিকে দায়ী করেছে।
বুধবার এক বিবৃতিতে বলা হয়, "গাজার ব্যাপটিস্ট আরব ন্যাশনাল হাসপাতালে বোমা হামলা চালিয়ে এবং ফিলিস্তিনে ইসলামিক জিহাদ আন্দোলনের দিকে দোষারোপের মাধ্যমে ইহুদিবাদী শত্রুরা তার নৃশংস গণহত্যার দায় এড়ানোর চেষ্টা করছে। তাই আমরা নিশ্চিত করছি যে শত্রুদের দ্বারা উত্থাপিত অভিযোগগুলো মিথ্যা এবং ভিত্তিহীন।"
বিবৃতিতে বলা হয়, বোমা বর্ষণের হুমকির মুখে ইসরায়েল হাসপাতালটি খালি করার নির্দেশ দিয়েছিল এবং এটি ইসরায়েলি সেনাবাহিনীর একটি বিমানের ছোঁড়া বোমা যা এই ট্র্যাজেডির কারণ ছিল।