ফের একসঙ্গে আইএসএফ-বাম!

তৃণমূলকে ঠেকাতে ফের জোটের রাজনীতি। ফুরফুরা শরিফে এক সঙ্গে ময়দানে নামতে চলেছে আইএসএফ এবং বামেরা।

author-image
Pritam Santra
New Update
CPIM: রাজ্য সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলেন হেভিওয়েট

নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ফের একসঙ্গে ভোটে লড়তে চলেছে আইএসএফ এবং বামেরা। অন্তত ফুরফুরা শরিফে তেমনটাই শোনা যাচ্ছে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে  ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের ২৯ টি আসনে বাম এবং আইএসএফের মধ্যে আসন ভাগাভাগি হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতিতম পাওয়া খবর অনুযায়ী, আইএসএফ ১৪ টি আসনে মনোনয়ন জমা দিয়েছে, বামেরা মনোনয়ন জমা দিয়েছে ১৫ টি আসনে। দলের হাইকমান্ডের নির্দেশে ফুরফুরায় এই জোট ভাবনা বলে মনে করা হচ্ছে।