নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ আজ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের জগন্নাথবাটি গ্রামে সেচ খালের উপর তৈরি হয়েছে একটি কংক্রীটের ব্রিজ,সেই ব্রীজ পরিদর্শন করেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং প্রিন্সিপাল সেক্রেটারি প্রভাত কুমার মিশ্র সহ প্রশাসনিক আধিকারিকারা।সেচ মন্ত্রীকে কাছে পেয়ে দাসপুরের কলমিজোড় এলাকায় একটি অ্যানিকেট বাঁধের দাবি তুলেন এলাকার মানুষ থেকে দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতি।কারণ প্রতিবছর নদীতে বোরো বাঁধ দিয়ে চাষের জন্য সেচের কাজ করা হয়। দাসপুর থেকে ঘাটালে সেচদপ্তরের বাংলোতে তারা একটি বৈঠক করেন।
বৈঠক সেরে মনসুকায় তামিল্লা খালের উপর ব্রীজ নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করেন সেচমন্ত্রী। সেচমন্ত্রী পার্থ ভৌমিক ঘাটার মাস্টার প্লান না হওয়া নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন। তবে আজকে ঘাটালে বৈঠক মাস্টার সংক্রান্ত বিষয়ে রূপরেখা তৈরির কিনা সেবিষয়ে স্পষ্ট কিছু বলতে চাননি। মন্ত্রী বলেন, '' মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্র না করলেও রাজ্য মাস্টার প্লান রূপায়ন করবে। ''