নিজস্ব সংবাদদাতা: এশিয়া কাপে প্রথম ভারত-পাকিস্তানের যে ম্যাচটি ছিল সেটি বৃষ্টিতে বাতিল হতেই টুইট করেছিলেন তিনি। আর এবার ফের একবার করলেন। আর টুইট করতেই ফের শিরোনামে উঠে এলেন তিনি।
কথা বলছি ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডারের। ইরফান পাঠান, যিনি কিনা এখন ম্যাচের ধারাভাষ্যকার, একই সাথে হোস্ট। গত ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের ম্যাচ বাতিল হতেই ইরফান টুইট করেছিলেন, “Bahot saare Padosiyon ke TV bach gaye aaj”। তাঁর এই টুইটের পর ভাইরাল হয়ে গিয়েছিল সেটি। প্রত্যেকেই সেখানে নিজের মত করে কমেন্ট করেছিলেন।
আর গতকালের ঘটনা তো আরও বড়। ২২৮ রানের ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া। কলম্বোর মাটিতে ধরাশায়ী করেছে পাকিস্তানকে। আর এবারও টুইট করলেন ইরফান। নিজের এক্স হ্যান্ডেলে লিখলেন, “khamoshi chaai hui hai kaafi...lagta hai padosiyo ne Tv ke sath sath mobile bhi tod diye hai…” ইরফান এই টুইট করতেই ফের আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি তাঁর টুইট ইতিমধ্যেই ভাইরাল।