নিজস্ব সংবাদদাতাঃ যুদ্ধের মাঝেই শোনা গিয়েছিল, গোপন ঠিকানায় চলে গিয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খোমেইনি। তবে যুদ্ধের আঁচ বাড়তেই এবার প্রকাশ্যে এলেন ইরানের সুপ্রিম লিডার। ২০২০ সালের পর এই প্রথম ধর্মীয় ভাষণ দিলেন খোমেইনি। সেখানেই বললেন, “ইসরায়েল আর বেশি দিন টিকবে না”।
ইসরায়েলের উপরে মিসাইল হামলার পরই শঙ্কা, যে কোনও মুহূর্তে ইরানের উপরে প্রত্য়াঘাত হানতে পারে। এদিন সেই হামলার শঙ্কা উড়িয়েই তেহরানের মসজিদে হাজির হন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খোমেইনি। বন্দুক পাশে নিয়েই খোমেইনি বলেন, “ইসরায়েলের উপরে হামলা নায্য ছিল।”
ইরানের সুপ্রিম লিডার হুঁশিয়ারি দিয়ে বলেন যে হামাস বা হিজবুল্লার বিরুদ্ধে জিততে পারবে না ইসরায়েল। হিজবুল্লার প্রয়াত প্রাক্তন প্রধান হাসান নাসরাল্লাহ-র প্রশংসাও করেন তিনি। খোমেইনি বলেন, “সইদ হাসান নাসরাল্লাহ আজ আমাদের সঙ্গে নেই। তবে ওঁর আত্মা ও দর্শন আমাদের সর্বদা অনুপ্রাণিত করবে। জিওনিস্ট শত্রুর বিরুদ্ধে সর্বদা রুখে দাঁড়িয়েছিল। ওঁর আত্মবলিদান ব্যর্থ হবে না, আমাদের আরও অনুপ্রাণিত করবে। শত্রুদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে।”
ইরানের সুপ্রিম লিডার আরও বলেন, “সমস্ত মুসলিমদের দায়িত্ব ও কর্তব্য হল লেবাননের জিহাদ ও আল-আকসা মসজিদের যুদ্ধে মুসলিমদের পাশে দাঁড়ানো।”