নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে তেহরানের এভিন কারাগার থেকে মার্কিন বন্দীদের স্থানান্তর করা হয়েছে। জানা গিয়েছে, চুক্তির ভিত্তিতে যুক্তরাষ্ট্রে পাঁচজন ইরানি বন্দী এবং ইরানে পাঁচ জন আমেরিকান বন্দীকে বিনিময় করা হবে। আমেরিকান বন্দী সিয়ামাক নামাজি, ইমাদ শারকি ও মোরাদ তাহবাজসহ অজ্ঞাত পরিচয় এক আমেরিকানকে এভিন কারাগার থেকে অজ্ঞাত বাড়িতে স্থানান্তর করা হয়েছে। আটক আমেরিকানদের সবাই ইরানি বংশোদ্ভূত, তবে ইরান দ্বৈত নাগরিকত্বকে স্বীকৃতি দেয় না।
এই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, 'পাঁচ আমেরিকানকে মুক্তি দেওয়ার খসড়া চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইরানকে কোনো নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেবে না।'