নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করা এক ব্যক্তিকে সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান।
জানা গিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে 'শৃঙ্খলা বিঘ্নিত করার লক্ষ্যে গোপন তথ্য সংগ্রহ এবং মোসাদ গুপ্তচর সংস্থাকে তথ্য সরবরাহের' অভিযোগ আনা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তি বিদেশি গোয়েন্দা সংস্থা মোসাদকে তথ্য সরবরাহ করেছে। আজ সকালে জাহেদান কারাগারে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
তেহরান প্রায়শই দেশটিতে মোসাদের অভিযান ব্যর্থ করার দাবি করে, তবে এই দাবির সত্যতা অস্পষ্ট।