হামলা-...ফোর্সের প্রধান নিখোঁজ! তবে কী মৃত্যু?

বৈরুত সফরের পর থেকে কুদস ফোর্সের প্রধান নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
জক্লনব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি, যিনি গত মাসে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার পর লেবানন সফর করেছিলেন, গত সপ্তাহের শেষের দিকে বৈরুতে হামলার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে ইরানের দুই ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।

এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা হাশেম সাফিয়েদ্দিনকে লক্ষ্য করে বোমা হামলার সময় কানি বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলী দাহিয়েহ এলাকায় ছিলেন। এরপর থেকে ইরান ও হিজবুল্লাহ কানির সঙ্গে যোগাযোগ করতে পারছে না বলে জানান ওই কর্মকর্তা।

ইরান সমর্থিত লেবাননের সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার সময় ইসরায়েল দাহিয়েহের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

দ্বিতীয় কর্মকর্তা আরও বলেন, "নাসরুল্লাহকে হত্যার পর কানি লেবাননে গিয়েছিলেন এবং ইরানি কর্তৃপক্ষ সাফিয়েদ্দিনের বিরুদ্ধে হামলার পর থেকে তার সাথে যোগাযোগ করতে পারেনি, যিনি পরবর্তী হিজবুল্লাহ প্রধান হবেন বলে ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল।"

হিজবুল্লাহ এখন পর্যন্ত সাফিয়েদ্দিনের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

হিজবুল্লাহর ক্ষমতাধর ঘাঁটি দাহিয়েহে ইসরায়েলের হামলায় গোষ্ঠীটির অনেক শীর্ষ নেতৃত্বের পাশাপাশি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস থেকে বেশ কয়েকজন ইরানি কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।