নিজস্ব সংবাদদাতাঃ ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা লোহিত সাগরে একটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে ইয়েমেনের সামরিক সূত্র জানিয়েছে। এর আগে ইয়েমেনের বন্দর নগরী হোদেইদা থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল পশ্চিমে লোহিত সাগরে একটি ঘটনার খবর পায় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থা।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)