নিজস্ব সংবাদদাতাঃ গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর তৃতীয়বারের মতো রবিবার রাতে গাজা উপত্যকায় ইন্টারনেট ও ফোন লাইন বন্ধ করে দিয়েছে ইসরায়েল।
এক বিবৃতিতে প্যালটেল বলেন, 'ইসরায়েলি পক্ষ সার্ভার সংযোগ বিচ্ছিন্ন করার পর গাজায় যোগাযোগ ও ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ ঘোষণা করতে পেরে আমরা দুঃখিত। ব্ল্যাকআউটের পরপরই ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি এবং ছিটমহলের উত্তরে নিকটবর্তী অন্যান্য অঞ্চলে তীব্র বোমাবর্ষণ শুরু করে।'
জানা গিয়েছে, বিস্ফোরণগুলো এতটাই শক্তিশালী ছিল যে ফিলিস্তিনি ভূখণ্ডের সুদূর দক্ষিণে রাফায় তাদের শব্দ শোনা যায়।