International Yoga Day: মার্কিন মুলুকেই এবার যোগ দিবস

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জানিয়েছেন, আজ ভারতীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত হবে যোগ দিবস কর্মসূচি। সেখানেই অংশ নেবেন প্রধানমন্ত্রী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi yogi

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্রে চার দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আর আজ সেখানেই আন্তর্জাতিক যোগ দিবস পালন করবেন তিনি। যার জন্যে এই যোগ দিবস ঘিরে মার্কিন মুলুকে এখন উত্তেজনা তুঙ্গে।

সেই উত্তেজনার কথায় এইবার ভাগ করে নেন মোদী। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, ‘আজ ভারতীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত যোগ কর্মসূচিতে অংশ নেব। ভারতের আহ্বানে ১৮০টিরও বেশি দেশ একত্রিত হবে এদিন। যা সত্যিই ঐতিহাসিক। ২০১৪ সালে যখন যোগ দিবসের প্রস্তাবটি জাতিসংঘের সাধারণ পরিষদে এসেছিল, তখনই সেটি রেকর্ড সংখ্যক দেশ দ্বারা সমর্থিত হয়েছিল’। আর আজ সেই আন্তর্জাতিক যোগ দিবসেই অংশ নিতে চলেছে ১৮০টিরও বেশি দেশ।