হার্ট ভালো রাখতে অভিনব উদ্যোগ SSKM হাসপাতালের

হার্ট সুস্থ রাখতে নয়া উদ্যোগ।

author-image
Adrita
New Update
ড

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ হার্টের চিকিৎসায় এবার এক নজির গড়ল SSKM হাসপাতাল। এবার হার্টের চিকিৎসায় সাহায্য করবে আংটি। রোগীর হাতে আংটি পরিয়ে দিচ্ছেন চিকিত্‍সকরা। অভিনব এই ট্রায়াল সফল হলে বৃহত্তর ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করতে চান ডাক্তাররা।

সূত্র মারফত জানা গিয়েছে যে, রোগীর হার্ট রেট থেকে শুরু করে স্যাচুরেশন লেভেল সবটাই পর্যবেক্ষণ করবে এই আংটি এবং এক চুল এদিক ওদিক হলে সেই তথ্য ভেসে উঠবে চিকিত্‍সকের স্ক্রিনে। অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই আংটি তৈরি করেছে এক ভারতীয় সংস্থা যাদের ব্যাকআপ টিম রয়েছে বেঙ্গালুরুতে। সেখানেই রোগীর সমস্ত তথ্য থাকবে এবং সিগন্যাল পাওয়া মাত্রই তারা চিকিত্‍সককে বিষয়টি সম্পর্কে অবগত করবেন। 

স

cityaddnew

স