নিজস্ব সংবাদদাতাঃ ভারত ও চীনের মধ্যে সেনা প্রত্যাহারের পর শুক্রবার পূর্ব লাদাখের ডেমচক সেক্টরে টহল দিতে শুরু করে ভারতীয় সেনারা। ভারত ও চীন ডেমচক ও দেপসাং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সম্পর্কে তাদের ধারণা অনুযায়ী সেনা প্রত্যাহার এবং সমন্বিত টহল শুরু করতে সম্মত হওয়ার পরে এই অগ্রগতি ঘটে।
পূর্ব লাদাখের ডেমচক সেক্টরে আজ থেকে শুরু হয়েছে ভারতীয় সেনার টহলদারি। দেপসাং সেক্টরে খুব শীঘ্রই টহল শুরু হবে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। সমন্বিত টহলের অর্থ হ'ল উভয় পক্ষই টহলের সময়সূচী বা উভয় পক্ষের সময়সূচী সম্পর্কে জানতে পারবে।
এর আগে বৃহস্পতিবার দীপাবলি উপলক্ষে লাদাখ সেক্টরের বিভিন্ন সীমান্তে দুই দেশের সেনাবাহিনী মিষ্টি বিনিময় করে। লাদাখের হট স্প্রিংস, কারাকোরাম পাস, দৌলত বেগ ওল্ডি, কংকলা এবং চুশুল-মলদো সীমান্ত মিটিং পয়েন্টে ভারত ও চিনের সেনার মধ্যে মিষ্টি বিনিময় হয়। লাদাখের সাংসদ হাজি হানিফা পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে বিচ্ছিন্নতাকে স্বাগত জানিয়েছেন।