স্বাধীনতা দিবসে কি বলছে ভারতীয় সেনারা?

দেশ রক্ষার্থে যারা সর্বদা ব্যস্ত, তারা হলেন আমাদের দেশের সেনাবাহিনী। নিজেদের প্রাণের বলিদান দিয়ে দেশের রক্ষার কাজে তারা সর্বদা ব্রতী। আজ তারাও জানালেন শুভেচ্ছা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
F3iNBt4a0AAQ_Vu.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দেশের ৭৭তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন প্রত্যেকেই। কেউ টুইট মারফত দিয়েছেন তো কেউ বার্তাই দিয়েছেন। কিন্তু যারা দেশের আসল কাণ্ডারি, তারা কি বলছেন?

আসলে দেশ রক্ষার্থে যারা সর্বদা ব্যস্ত, তারা হলেন আমাদের দেশের সেনাবাহিনী। নিজেদের প্রাণের বলিদান দিয়ে দেশের রক্ষার কাজে তারা সর্বদা ব্রতী। আজ সেই ইন্ডিয়ান আর্মির কাছ থেকেই এল শুভেচ্ছা বার্তা। এদিন ভারতীয় সেনাবাহিনীর তরফে টুইটে জানানো হয়, “বিজয়ী বিশ্ব তিরঙ্গা প্যারা, ঝন্ডা উঁচা রহে হামারা। সকল দেশবাসীকে ৭৭তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা”।

 

ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকেও এদিন শুভেচ্ছা জানানো হয়েছে।

 

অন্যদিকে, ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশও এদিন বিভিন্ন জায়গার ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে যেখানে সেনারা স্বাধীনতা দিবস উদযাপন করেছেন বা করছেন, তাই টুইটারে শেয়ার করছেন আইটিবিপির সদস্যরা।