নিজস্ব সংবাদদাতা: দেখতে দেখতে পেরিয়ে গেল ২৪টা বছর। কিন্তু আজও স্মৃতিতে ততোটাই প্রখর সেই দিনটি। হাজারও সেনার আত্ম বলিদানে সজ্জিত হয়েছিল বিরাট জয়। লাদাখের কার্গিল-দ্রাস-বাটলিক সেক্টরে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল পাকিস্তানের নর্দান লাইট এনফ্রেন্টি। প্রায় দু’মাস ধরে চলেছিল সেই যুদ্ধ। এরপর পাকিস্তানের থাবা থেকে সেই সকল সেক্টর পুনর্দখল করে ভারত। আজকের দিনটি হল সেই বিরাট জয়ের সাক্ষী।
আজও আমরা কার্গিল বিজয় দিবসকে গর্বের সাথে, শ্রদ্ধার সাথে উদযাপন করি। আজ লাদাখে কার্গিল-দ্রাস সেক্টরেই এক অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনী। কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শুরু হয়েছে সেই বিশেষ অনুষ্ঠান।