নিজস্ব সংবাদদাতা: আজ রয়েছে সংসদে বিশেষ অধিবেশন। তাঁর জন্যে প্রস্তুত এনডিএ শিবির। তাঁদের নজর থাকছে যে বিল গুলি ইতিমধ্যেই পাশ হয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা। তবে বিপক্ষীয় দলগুলির কিন্তু মূল লক্ষ্য এনডিএ-র বিরুদ্ধে যাওয়া। তাঁদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো। আর তাঁর জন্যে দরকার প্রস্তুতি।
এদিন অধিবেশন শুরুর আগেই ফ্লোর অফ হাউসের জন্য কৌশল তৈরি করতে সংসদ ভবনে একত্রিত হলেন সাংসদরা। রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়গের দফতরে এদিন ইন্ডিয়া জোটের সদস্যরা বৈঠকে বসেন। কী কী বিষয়ে প্রতিবাদ দেখানো যায় তা নিয়েই চলে আলোচনা।