নিজস্ব সংবাদদাতা: রবিবার অসুর বৃষ্টির জন্যে বাতিল হয়েছে ভারত-পাকিস্তানের সুপার ফোর ম্যাচ। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী, সোমবার হচ্ছে সেই ম্যাচের রিজার্ভ ডে। আজকে ফের মাঠে নামতে চলেছে দুই দলই। কিন্তু কলম্বোর আবহাওয়া আজও সুবিধের নেই। আজও মুখভার সেখানকার আকাশের। ফলে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, যদি আজও বৃষ্টির জেরে ব্যাঘাত ঘটে, তাহলে উপায় কি? কোন পথে এগোবে ভারত-পাকিস্তানের ভবিষ্যৎ?
যা জানা যাচ্ছে, আজও যদি বৃষ্টির জন্যে ম্যাচ বাতিল করতে হয়, সেক্ষেত্রে প্লাস অ্যাডভান্টেজ পাবে পাকিস্তান। কেননা এমনিতেই পাকিস্তান ২ পয়েন্টে এগিয়ে রয়েছে। আর আজকের পয়েন্ট উভয় দলকে ভাগ করে দিলে পাকিস্তানের পয়েন্ট দাঁড়াবে ৩। সেক্ষেত্রে ভারতের এর পরের দুটি ম্যাচ রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেখানে দুটি ম্যাচেই ভারতকে জিততে হবে ফাইনালে ওঠার জন্যে।
এদিকে, পাকিস্তানেরও এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। সেক্ষেত্রে সব কিছু যদি হিসেব মোতাবেক হয়, তাহলে এশিয়া কাপ ফাইনালে ফের দেখা যাবে পাকিস্তান-ভারতকে।