নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ এবং ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল। এবার আক্ষেপ মিটল না। ২০০৩ সালে সিনিয়র বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। সেবার বিশ্বকাপ হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। অনূর্ধ্ব ১৯ স্তরে দক্ষিণ আফ্রিকায় এর আগে বিশ্বকাপ হয়েছিল ২০২০ সালে। সেবারও অনবদ্য পারফর্ম করে ফাইনালে উঠেছিল ভারত। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল। পাঁচ বারের চ্যাম্পিয়ন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবার রানার্স। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৭৯ রানে হার সচিনদের।
জানা গিয়েছে, ৪৩.৫ ওভারে ১৭৪ রানে গুটিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে চতুর্থবারের মতো বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করল অস্ট্রেলিয়া।