তিরন্দাজি বিশ্বকাপে ভারতের সোনা জয়ের হ্যাটট্রিক!

বিশ্বের দরবারে আবারও সোনা জয় করলো ভারতীয় খেলোয়াড়রা।

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: এবার তিরন্দাজি বিশ্বকাপে বাজিমাত করলো মেয়েরা। শনিবার ফাইনালে এস্তোনিয়াকে ২৩২-২২৯ ব্যবধানে হারিয়ে সোনা জিতলো ভারতের মহিলা কম্পাউন্ড দল। এই নিয়ে টানা তৃতীয় বার সোনা জিতে বিশ্বের দরবারে হ্যাটট্রিকের তকমা অর্জন করলো ভারত।

publive-image

 বিশ্বের এক নম্বর দল হিসাবে তুরস্কে তৃতীয় পর্যায়ের বিশ্বকাপে নেমেছিলেন জ্যোতি সুরেখা ভেনাম, অদিতি স্বামী এবং পরনীত কউর।

publive-image

ভারতের নারী ত্রয়ীদের এই জয় বিশ্বের খেলার ইতিহাসে এক নতুন রেকর্ড তৈরি করলো। প্রথম দু'রাউন্ডে এস্তোনিয়ার তিরন্দাজেরা লক্ষ্যভেদের কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেও, তৃতীয় রাউন্ডে অনবদ্য পারফর্মেন্স দেখিয়ে জয় ছিনিয়ে নেয় ভারতীয় তিরন্দাজরা। তিরন্দাজিতে এই প্রথম পরপর তিনবার সোনা জয়ের এমন অনবদ্য নজির গড়লেন জ্যোতি সুরেখা ভেনাম, অদিতি স্বামী এবং পরনীত কউর।

Adddd