নিজস্ব সংবাদদাতা: ক্রমশ দিন কমছে বিশ্বকাপের। এখন তাই চারিদিকে বিশ্বকাপ জ্বরে কাবু গোটা দেশ। এবছর ভারতেই অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি ওয়ার্ল্ড কাপ। তার আগে একই দিনে বিশ্বকাপের থিম সং এবং ভারতীয় দলের জার্সি প্রকাশ্যে এল। ভারতীয় ক্রিকেট দলের জার্সি প্রস্তুতকারক সংস্থা ‘অ্যাডিডাস’ এই নতুন জার্সি তৈরি করেছে। বিশ্বকাপের এই নতুন জার্সিতে সামান্য কিছুই বদল করা হয়েছে।
বিসিসিআই তাঁদের এক্স হ্যান্ডেলে প্রকাশ্যে এনেছে একটি ভিডিও। যেখানে নতুন জার্সিতেই দেখা যাচ্ছে মেন ইন ব্লু-কে। সঙ্গে রয়েছেন আপামোড় ফ্যানেরা। আগে দেখুন সেই ভিডিও –
ওয়ান ডে বিশ্বকাপে এখনও পর্যন্ত ২ বার জয় পেয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে একবার। তাই বিরাটদের জার্সিতে সাধারণত তিনটি স্টার থাকে। তবে বিশ্বকাপের নতুন জার্সিতে ২টো স্টার রাখা হয়েছে। অর্থাৎ ওয়ান ডে বিশ্বকাপে ২ বার জয় পাওয়ায় দুটো স্টার রয়েছে। এছাড়াও বিশ্বকাপের জার্সিতে জাতীয় পতাকার তিনটি রংয়ের ছোঁয়া রাখা হয়েছে।
উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওয়ান ডে বিশ্বকাপ। হাতে আর মাত্র ২ সপ্তাহ। আর তাই ব্যস্ততাও চলছে জোরকদমে। গতকাল দুপুরেই বিশ্বকাপের অ্যান্থেম সং মুক্তি পায়। গান মুক্তিতে ছিলেন অভিনেতা রণবীর সিং এবং ধনশ্রী।