নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, সোমবার মধ্যরাতে পশ্চিম ইউক্রেনের জাকারপট্টিয়ার একটি হলিডে কমপ্লেক্সে ১৪৮ জন শিশু ছুটি কাটাচ্ছিল। হঠাৎ করে সেই হলিডে কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভাবটি পুরোপুরি কাঠের নির্মিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুল কাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা, তবে এখনও পুড়ে ছাই হয়ে যাওয়া ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে বলে জানা গিয়েছে।
তবে ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সব শিশু ও কর্মীদের নিরাপদে অন্য একটি হোটেলে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।