নিজস্ব সংবাদদাতাঃ আর্মেনিয়া নিয়ন্ত্রিত কারাবাখে আজারবাইজানের হামলায় ২৫ জন নিহত হয়েছে এবং ১৩৮ জন আহত হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন দেশের জনগণ। হামলার ফলে মঙ্গলবার রাতে ইয়েরেভানে অবস্থিত সরকারি ভবনে হামলা শুরু করেন উত্তেজিত জনতা। জানা গিয়েছে, আজারবাইজানের সঙ্গে সংঘাত বৃদ্ধির বিষয়ে কর্তৃপক্ষের প্রতিক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জনগণ।
সূত্রে খবর, বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে, আর্মেনিয়ান পুলিশ মন্ত্রিপরিষদ ভবনের কাছে জড়ো হওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিশেষ উপায় ব্যবহার শুরু করে।
আজারবাইজানের প্রেসিডেন্টের পররাষ্ট্র নীতি বিষয়ক সহকারী হিকমেত হাজিয়েভ জানিয়েছেন, সামরিক পদক্ষেপ সত্ত্বেও বাকু আর্মেনিয়ার সঙ্গে একটি শান্তি এজেন্ডায় প্রতিশ্রুতিবদ্ধ এবং কারাবাখের জাতিগত আর্মেনিয়ানদের আজারবাইজানি সমাজে পুনঃসংহতকরণে এগিয়ে যেতে প্রস্তুত।