নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ - ২০২৫ অর্থবর্ষের বাজেটে এবার নয়া প্রস্তাব আনল রাজ্য সরকার। জানা গিয়েছে যে, অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যে তিনটি নতুন উড়ালপুল তৈরির প্রস্তাব দেন তিনি। তার মধ্যে একটি তৈরি হবে নিউ টাউন এবং বিমানবন্দরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে।
বাজেটে জানানো হয়েছে, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের মেট্রোপলিটন মোড় থেকে নিউ টাউনের সিজি ব্লকের কাছে মহিষবাথান পর্যন্ত একটি উড়ালপুল তৈরি হবে। প্রায় সাত কিলোমিটার দীর্ঘ ওই উড়ালপুল হবে চার লেনের। প্রকল্পটি আগামী তিন বছরের মধ্যে তৈরি করার লক্ষ্যমাত্রা রেখেছে রাজ্য। সরকার দাবি করেছে, ওই উড়ালপুল তৈরির জন্য তিন বছরে ৭২৮ কোটি টাকা খরচ হবে। তার মধ্যে প্রথম বছরের জন্য রাজ্য বাজেটে ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য।