নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বৃহস্পতিবার অর্থাৎ আজ তাদের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ওমর আইয়ুবকে মনোনয়ন দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার ভাই শাহবাজ শরীফকে তাদের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বেছে নেওয়ার একদিন পর এই ঘটনা ঘটল।
/anm-bengali/media/media_files/sXr9Wav6B5LsbSa2xQsK.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)