একের পর এক বিমানঘাঁটি ধ্বংস পাকিস্তানের! এবার ভারতকে হামলা বন্ধের আর্জি করলেন 'অসহায়' পাক মন্ত্রী
শ্রীনগরকে উড়িয়ে দেওয়ার চেষ্টা পাকিস্তানের! একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল কাশ্মীরের রাজধানী
পাঞ্জাবের বিমানঘাঁটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা পাকিস্তানের! ভারতের পাল্টা জবাবে নাজেহাল ইসলামাবাদ
শুক্রবার রাতে পাঞ্জাবের স্কুল ও হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান! অভিযোগ সেনাবাহিনীর
পাখির কলরবে নয়, বরঞ্চ বিস্ফোরণ, গুলিবর্ষণের বিকট আওয়াজে ঘুম ভাঙছে পুঞ্চের নিরীহ মানুষদের!
শ্রীনগরের ডাল লেকে আছড়ে পড়ল পাক ক্ষেপণাস্ত্র! কী বলছে ভারতীয় সেনাবাহিনী
পাকিস্তানের রাডার সাইট উড়িয়ে দিল ভারত! কী বললেন কর্নেল কুরেশি
একের পর এক সাধারণ মানুষকে হত্যা পাকিস্তানের! এবার কার্যত গর্জে উঠল ভারতীয় সেনাবাহিনী
মুহুর্মুহু শোনা যাচ্ছে বিস্ফোরণ, ভয়ের শহর পুঞ্চের ভোরের ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি

লালন শেখ মামলা, সামনে এল এই মুহুর্তের গুরুত্বপূর্ণ খবর

অভিযুক্ত দুই কনস্টেবল আদালতে অনুরোধ জানিয়েছিল, যে পলিগ্রাফ টেস্টে তাঁদের সম্মতি নেই। আর এদিন তাঁদের সেই অনুরোধকেই মান্যতা দিয়েছে আদালত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: বগটুই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের রামপুরহাটে সিবিআই হেফাজতে থাকাকালীন রহস্যজনক মৃত্যু হয়েছিল। তারপর সেই মামলার তদন্তভার দেওয়া হয়েছিল রাজ্য পুলিশের বিশেষ দল সিটের হাতে। এবার সিটের আবেদনও খারিজ করে দিল আদালত।

যা জানা যাচ্ছে, সিট চেয়েছিল সিবিআইয়ের দুই কনস্টেবল যারা ঐ দিন ডিউটিতে ছিলেন, তাঁদের বয়ানে অসঙ্গতি মেলায় পলিগ্রাফ টেস্ট করতে। কিন্তু ওই দুই কনস্টেবল আদালতে অনুরোধ জানিয়েছিল, যে পলিগ্রাফ টেস্টে তাঁদের সম্মতি নেই। আর এদিন তাঁদের সেই অনুরোধকেই মান্যতা দিয়েছে আদালত। সিটের করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত। সাফ ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, এখনই পলিগ্রাফ টেস্ট করা যাবে না। মূলত, ওই দুই কনস্টেবলের ডিউটিতে থাকাকালীনই লালন শেখের রহস্যজনক মৃত্যু হয়। তাঁর সেলের ভিতর থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কীভাবে নিরাপত্তা থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটল, তাতেই সন্দেহ দানা বাঁধে সিটের। আর তাতেই পলিগ্রাফ টেস্টের আবেদন করে সিট।