নিজস্ব সংবাদদাতাঃ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড় 'তেজ'। ক্রমাগত নজর রাখা হচ্ছে তার গতিপথের ওপর। ঘূর্ণিঝড়টি বেশ শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার সন্ধ্যায় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে তেজের গতিপথ নিয়ে আপডেট দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া আপডেটে বলা হয়েছে, ইএসসিএস 'তেজ' ২২ অক্টোবর ভারতীয় সময় ১৭.৩০ টায় সোকোত্রা (ইয়েমেন) থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে, সালালাহ (ওমান) থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণে এবং আল গাইদাহ (ইয়েমেন) থেকে ৩৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আরব সাগরে কেন্দ্রীভূত ছিল। ২৪ অক্টোবর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আল গাইদাহ (ইয়েমেন) এর কাছাকাছি ইয়েমেন উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।'