ঘূর্ণিঝড় আতঙ্কঃ বর্তমানে কোথায়-কবে কোথায় বৃষ্টি-কতদিন চলবে?

ঘূর্ণিঝড় নিয়ে বড় বার্তা দিলেন আইএমডি-র ডিজি ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র।

author-image
Aniruddha Chakraborty
New Update
cyclone 1 .jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ আইএমডি-র ডিজি ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, "উত্তর আন্দামান সাগরে আজ একটি উপরের বায়ু ঘূর্ণিঝড় রয়েছে। এর প্রভাবে আজ রাত বা আগামীকাল সকালের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপটি পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২২ অক্টোবর সকালে নিম্নচাপে ঘনীভূত হবে এবং ২৩ তারিখে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপরেও এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হবে। এটি ২৪ তারিখ সকাল নাগাদ ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাবে। আগামী ২৩ তারিখ থেকে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। তবে তীব্রতা বাড়বে এবং ২৪ ও ২৫ অক্টোবর অভ্যন্তরীণ এলাকায় ছড়িয়ে পড়বে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এবং বিচ্ছিন্ন জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি হবে।" 

লন্ম