বহিষ্কার চিকিৎসক সুশান্ত রায়

সৌত্রিক রায় ও সহ সভাপতি অভিক দেকেও সাসপেন্ড করার জন্য কেন্দ্রীয় কমিটিকে চিঠি পাঠাচ্ছে জলপাইগুড়ি IMA।  একই সঙ্গে সুশান্ত কুমার রায়ের নেতৃত্বাধীন আইএমএ কমিটিকে ভেঙে দিলেন ব্রাঞ্চ সভাপতি

author-image
Shreyashree Banerjee
New Update
File picture

নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডের আবহে আইএমএ জলপাইগুড়ি শাখা থেকেও চিকিৎসক সুশান্ত রায়কে  বহিষ্কারের করা হল। চিকিৎসক সুশান্ত রায়কে আগে সাসপেন্ড করা হলেও এবার বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হল। পাশাপাশি আইএমএ জলপাইগুড়ির যুগ্ম সম্পাদক সৌত্রিক রায় ও সহ সভাপতি অভিক দেকেও সাসপেন্ড করার জন্য কেন্দ্রীয় কমিটিকে চিঠি পাঠাচ্ছে জলপাইগুড়ি IMA।  একই সঙ্গে সুশান্ত কুমার রায়ের নেতৃত্বাধীন আইএমএ কমিটিকে ভেঙে দিলেন ব্রাঞ্চ সভাপতি৷ 

File picture



 গতকাল বুধবার IMA বেঙ্গল ব্রাঞ্চ থেকে সুশান্ত রায়কে সাসপেন্ড করার পরেই আজ তলবি সভা ডাকেন সংগঠন এর সভাপতি নিতাই মুখ্যোপাধ্যায়। এরপর সিদ্ধান্ত হয় সুশান্ত সহ তিনজনকে বহিস্কার করার।আগামী রবিবার আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে IMA জলপাইগুড়ি শাখার সদস্যরা শহরে মিছিল করবে  বলে জানান পান্থ দাসগুপ্ত।