যুদ্ধঃ ফের সন্ত্রাসী গোষ্ঠীর ভবনে হামলা সেনার

ফের হিজবুল্লাহর একটি সেলে হামলা চালাল আইডিএফ।

author-image
Aniruddha Chakraborty
New Update
ISRAEL ARMY .jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ আইডিএফ জানিয়েছে, তারা হিজবুল্লাহর একটি সেলে আঘাত হেনেছে যা দক্ষিণ লেবাননের ব্লিদা শহরে সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা ব্যবহৃত বলে পরিচিত একটি ভবন থেকে বেরিয়ে আসতে দেখা গেছে।

Add 1

আইডিএফ জানিয়েছে, একই এলাকায় যুদ্ধবিমানের আঘাতে আরও দুটি ভবনে হামলা চালানো হয়েছে।

cityaddnew

এর আগে আজ আইডিএফ জানায়, তারা লেবানন থেকে ইসরায়েলের আকাশসীমায় প্রবেশকারী একটি 'সন্দেহজনক বিমান লক্ষ্যবস্তুকে' বাধা দিয়েছে।

স

আইডিএফ আরও জানিয়েছে, মাউন্ট ডভ, কিরিয়াত শমোনা, মেনারা ও মালকিয়ায় হামলার পর তারা দক্ষিণ লেবাননের রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে গোলাবর্ষণ করেছে।

স