নিজস্ব সংবাদদাতাঃ লেবাননের দক্ষিণাঞ্চলের চারটি এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি জঙ্গিবিমান। আইডিএফ জানিয়েছে, এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে শাকরা ও তাইবেহ এলাকার অবকাঠামো এবং মাহাইবিব ও কাফর কিলার ভবনগুলো রয়েছে।