যুদ্ধঃ ড্রোন হামলা শত্রুর! দেশের আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করল সেনা

ইরাক থেকে ছোঁড়া ড্রোন ইসরায়েলের আকাশসীমায় ঢোকার আগে সিরিয়ার আকাশে গুলি করে ভূপাতিত করেছে আইডিএফ।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
israel defence.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, ইরাক থেকে ছোঁড়া একটি ড্রোন সিরিয়ার আকাশে ভূপাতিত করেছে ইসরায়েলি বিমান বাহিনী।

আইডিএফ জানিয়েছে, ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগে ড্রোনটিকে বাধা দেওয়া হয়। ঘটনার সময় কোনও সাইরেন বাজয়নি। সামরিক বাহিনী বলছে, ড্রোনটি 'পূর্ব দিক থেকে' ইসরায়েলের দিকে যাচ্ছিল।

ইরান সমর্থিত ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক এই ঘটনার দায় স্বীকার করে বলেছে, তারা গোলান মালভূমির একটি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে।