নিজস্ব সংবাদদাতাঃ সাংসদ দেবের বিস্ফোরক মন্তব্যের জেরে উত্তাল হল রাজ্য রাজনীতি। সাংসদ হিসেবে শেষ দিনের পরে তিনি তার বিস্ফোরক মন্তব্যে দাবী করেছেন যে তিনি দুর্নীতি করেছেন। তার কথায়, ' ঘাটাল কলেজের আমি সভাপতি ছিলাম দেড় বছর। তার আগে, ছাত্রীদের কলেজে ভর্তি হওয়ার সংখ্যাটা ছিল মাত্র ১৫ শতাংশ। আমি আসার পর থেকে, যৌথ উদ্যোগে সেটা ৬৫ শতাংশ হয়েছে। অর্থাৎ মেয়েরা নিরাপত্তা পাচ্ছে। আগে কলেজে প্রাক্তন ছাত্ররা আসত, সন্ধের পরে পাওয়া যেত মদের বোতল। আমি সমস্ত বন্ধ করে দিয়েছি। বলেছি কলেজ বন্ধ হয়ে গেলে কেউ দেখতে আসবে না। কলেজের পরিবেশের উন্নতি হয়েছে। তার জন্য আমি কৃতিত্ব দেব ওখানকার ছাত্রছাত্রী, প্রফেসর ও অন্যান্য কর্মীদের। কিন্তু এগুলো যদি দুর্নীতি হয়ে থাকে, হ্যাঁ আমি দুর্নীতি করেছি। '
তিনি আরও বলেছেন যে, ' ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলাম আমি। সেটাও মাত্র দেড় বছর। শুনলাম সেখানেও নাকি আমি দুর্নীতি করেছি। ওখানে আগে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হত রোগীদের। আমি চেয়ারম্যান হওয়ার পরে ওখানে অক্সিজেন প্ল্যান্ট বসেছে। পাইপের মাধ্যমে এখন অক্সিজেন যায়। এটা যদি দুর্নীতি হয়ে থাকে, হ্যাঁ আমি দুর্নীতি করেছি। '
' আমি দুর্নীতি করেছি ', বিস্ফোরক মন্তব্য সাংসদ দেবের
একাধিক পদ থেকে ইস্তফা।
Follow Us
নিজস্ব সংবাদদাতাঃ সাংসদ দেবের বিস্ফোরক মন্তব্যের জেরে উত্তাল হল রাজ্য রাজনীতি। সাংসদ হিসেবে শেষ দিনের পরে তিনি তার বিস্ফোরক মন্তব্যে দাবী করেছেন যে তিনি দুর্নীতি করেছেন। তার কথায়, ' ঘাটাল কলেজের আমি সভাপতি ছিলাম দেড় বছর। তার আগে, ছাত্রীদের কলেজে ভর্তি হওয়ার সংখ্যাটা ছিল মাত্র ১৫ শতাংশ। আমি আসার পর থেকে, যৌথ উদ্যোগে সেটা ৬৫ শতাংশ হয়েছে। অর্থাৎ মেয়েরা নিরাপত্তা পাচ্ছে। আগে কলেজে প্রাক্তন ছাত্ররা আসত, সন্ধের পরে পাওয়া যেত মদের বোতল। আমি সমস্ত বন্ধ করে দিয়েছি। বলেছি কলেজ বন্ধ হয়ে গেলে কেউ দেখতে আসবে না। কলেজের পরিবেশের উন্নতি হয়েছে। তার জন্য আমি কৃতিত্ব দেব ওখানকার ছাত্রছাত্রী, প্রফেসর ও অন্যান্য কর্মীদের। কিন্তু এগুলো যদি দুর্নীতি হয়ে থাকে, হ্যাঁ আমি দুর্নীতি করেছি। '
তিনি আরও বলেছেন যে, ' ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলাম আমি। সেটাও মাত্র দেড় বছর। শুনলাম সেখানেও নাকি আমি দুর্নীতি করেছি। ওখানে আগে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হত রোগীদের। আমি চেয়ারম্যান হওয়ার পরে ওখানে অক্সিজেন প্ল্যান্ট বসেছে। পাইপের মাধ্যমে এখন অক্সিজেন যায়। এটা যদি দুর্নীতি হয়ে থাকে, হ্যাঁ আমি দুর্নীতি করেছি। '