নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, হারিকেন ফ্রাঙ্কলিন সোমবার অর্থাৎ আজ আটলান্টিক মহাসাগরের প্রথম বড় হারিকেন হতে পারে এবং বুধবার এটি বারমুডার কাছাকাছি যাওয়ার পথে রয়েছে।
জানা গিয়েছে, ফ্রাঙ্কলিন বারমুডা থেকে প্রায় ৫৩৫ মাইল (৮৫৫ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল এবং বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ মাইল (১৫৫ কিলোমিটার)। অতিরিক্ত শক্তিশালী হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে এবং ফ্রাঙ্কলিন সোমবার একটি বড় হারিকেন হয়ে উঠতে পারে।
এনএইচসির একটি মানচিত্রে দেখা গেছে, ফ্রাঙ্কলিন সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের পূর্ব সমুদ্রতীর থেকে সরে গেলেও বুধবার বারমুডা দ্বীপের কাছে পাড়ি দেবে।