নিজস্ব সংবাদদাতাঃ সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ও মিত্র মিলিশিয়াদের জাতিগত উদ্দেশ্যপ্রণোদিত হামলায় পশ্চিম দারফুর অঞ্চলে শতাধিক মানুষ নিহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান। এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকে রক্তপাত, সহিংসতা এবং বাস্তুচ্যুতি বৃদ্ধি পেয়েছে, যা দেশটিকে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক জেনেভায় মানবাধিকার কাউন্সিলকে বলেন, 'পশ্চিম দারফুরে আরএসএফ ও মিত্র আরব মিলিশিয়াদের জাতিগত উদ্দেশ্যপ্রণোদিত হামলায় শত শত অ-আরব বেসামরিক নাগরিক নিহত হয়েছে।'
২০০৩ থেকে ২০০৮ সালের মধ্যে দারফুরে সংঘাতে প্রায় তিন লাখ মানুষ নিহত ও ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, 'এই ধরনের ঘটনা একটি ভয়াবহ অতীতের প্রতিফলন, যার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়।'
তুর্ক বলেন, 'সর্বশেষ হামলাগুলো মূলত পশ্চিম দারফুরের রাজধানী এল জেনেইনা এবং সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর এল জেনেইনায় ঘটেছে। আরএসএফ পশ্চিম দারফুরের দুটি এলাকা ছাড়া বাকি সবগুলো এলাকা নিয়ন্ত্রণ করে।'