নিজস্ব সংবাদদাতাঃ সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক বিবৃতিতে বলা হয়, গত ৭ অক্টোবর থেকে গাজায় স্বাস্থ্য খাতে হামলায় অন্তত ৪৯১ জন নিহত ও ৩৭২ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে কমপক্ষে ১৬ জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন এবং ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ডব্লিউএইচও।
বিবৃতিতে বলা হয়, হামাসের প্রথম হামলার পর থেকে ২৮টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩৬টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডব্লিউএইচও আরও জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে স্বাস্থ্য খাতে আরও ১১৮টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে, এতে তিনজন নিহত ও ১৫ জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন।