নিজস্ব সংবাদদাতাঃ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় ১০ জন নিহত ও অন্তত ১৬০ জন নিখোঁজ হওয়ার পর শত শত মানুষ তাদের গ্রাম ছেড়ে পালিয়ে গেছে বলে সোমবার স্থানীয় সরকারের চেয়ারম্যান ও দুই বাসিন্দা জানিয়েছেন।
ব্যাপক নিরাপত্তাহীনতার অবসানের প্রতিশ্রুতি দিয়ে রাষ্ট্রপতি বোলা তিনুবু ক্ষমতায় আসার এক বছর পর, উত্তর-পশ্চিমাঞ্চলে মুক্তিপণের দাবিতে সশস্ত্র গুণ্ডাদের অপহরণ প্রায় নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কর্তৃপক্ষ দৃশ্যত তাদের থামাতে অক্ষম।
স্থানীয় চেয়ারম্যান আমিনু আজুমে জানিয়েছেন, 'শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা প্রথমে নাইজার রাজ্যের মুনিয়া স্থানীয় সরকার এলাকায় কুচি সম্প্রদায়ের ওপর হামলা চালায়। রবিবার রাতে বন্দুকধারীরা ফিরে এসে গবাদি পশু ও খাবার কেড়ে নেয় এবং দোকানপাট পুড়িয়ে দেয়, যার ফলে অন্তত ৭০০ গ্রামবাসী পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যেতে বাধ্য হয়।'