নিজস্ব সংবাদদাতা, গড়বেতাঃ হাতির পালকে লোকালয় থেকে জঙ্গলে ফেরত পাঠানোর জন্য নেমেছিল হুলা টিম। সেই হুলা টিমের সদস্যদের বেধড়ক মারলেন স্থানীয় গ্রামবাসীদের একাংশ। তাতে একাধিক জন আহত হয়েছেন। অনেকে পালিয়ে প্রাণ বাঁচান। ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রি ১১ টা নাগাদ গড়বেতা-৩ ব্লকের শোলাগেড়িয়া এলাকায়। থানায় লিখিত অভিযোগ দায়ের করে বনদপ্তর।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে চন্দ্রকোণা রেঞ্জের ধামকুড়িয়া, গুড়েহারা, ঘাটমুরা জঙ্গলে আশ্রয় নেয় ২০ থেকে ২৫ টি হাতির একটি পাল। এতে ক্ষতিও হয়েছে সদ্য রোওয়া ধান ও আলু। হাতি সরানোর দাবি তুলেছিলেন স্থানীয়রা। সম্প্রতি ধামকুড়িয়ার জঙ্গলে হাতি দেখতে গিয়ে প্রাণ হারান এক ব্যক্তি। বনদপ্তরের পক্ষ থেকে হাতিগুলিকে অন্যত্র পাঠানোর চেষ্টা চলে। সেইমতো রবিবার সন্ধ্যা থেকে হাতির পাল কৃষি জমিতে নামলে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের হুলা টিম দিয়ে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করে। ধামকুড়িয়া থেকে আমলাগোড়ার দিকে হাতির পাল যাচ্ছিল। সেই সময় স্থানীয় মানুষজন বোম ফাটিয়ে হাতির গতিপথে বাধা সৃষ্টি করে বলে অভিযোগ। সেখান থেকে হাতি পানিশিউলি, গোপীনাথপুর হয়ে চলতে শুরু করে চন্দ্রকোণা টাউনের দিকে।
বলকর্মীরা খবর পেয়ে তড়িঘড়ি চন্দ্রকোণা টাউন যাতে না ঢোকে তার জন্য ব্যারিকেড করে শোলাগেড়িয়া এলাকায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বেশ কিছু মানুষজন হুলা টিমের সদস্যদের ঘিরে মারধর করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। বাকিরা কোন ভাবে অন্য পথ দিয়ে পালিয়ে যায়। পরে তাদের ভোর বেলায় খোঁজ মেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বনদপ্তরের আধিকারিক।
আহতদের উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর বাকিদের ছেড়ে দিলেও আব্দুল রফিক খাঁন গুরুতর আঘাত পাওয়ায় ভর্তি রয়েছে এখনো। চন্দ্রকোণা-২ এর বন ও ভূমি কর্মাধ্যক্ষ জগদীশ সরকার বলেন, " হাতিগুলিকে যখন চন্দ্রকোণা টাউন থেকে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই সময় হুলা টিমের সদস্যদের স্থানীয় বেশ কিছু চাষী মারধর করেছে। তাদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছে। "
এই ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে হুলা টিমের সদস্যদেরও। এরপর ওই এলাকায় কৃষি জমিতে হাতি নামলেও সরানোর কাজে তারা যাবেন না বলে জানিয়েছেন। পাশাপাশি অন্য এলাকাতেও বন দফতরকে নিরাপত্তার দাবি জানিয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। ঘটনায় অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।